সাড়ে তিন হাত ভূমি

টেকনাফ থেকে তেতুলিয়া জুঁড়ে
সবুজের মাঝে লাল কাফন আমার,
তুমি ছাড়া আর কে আছে বলো
ছন্নছাড়া এই আমার আপন?

ওগো বাংলাদেশ তুমি
আমার কবর তুমি,
সাড়ে তিন হাত জন্মভূমি
আমার ভূমি।

তোমার কোলে জন্ম আমার
তোমার স্বপ্নে তিলোত্তমা,
তোমার ভাষায় বলতে শেখা
তুমি আমার মা।

স্লোগানে স্লোগানে মিছিলে মিছিলে
স্লোগানে মুখর মিছিলে মিছিলে
তুমি আমার প্রথম দাবী,
নিয়ম ভাঙার নিয়মে
বন্দির হাতে জেলের চাবি
আমার ভূমি।

যখন তখন হাসতে বলো
যদিও বিরাণ ভালোবাসা,
কেউ না আসুক আমি আছি
খেলবে যখন মরণ খেলা,
পুড়ে পুড়ে বিশুদ্ধ তুমি।

কন্ঠ ও সুর: মাহফুজ আনাম জেমস