এ আঁধারে কেন আসে, কেন হাসে

এ আঁধারে কেন আসে, কেন হাসে,
কেন মিশে যায় বিজলি?
জনমের সুখ, জনমের দুঃখ-
মরুমায়া কি গো সকলি?

হেথা যত চাই তত পাই না;
যত পাই তত চাহি না;
যত জানি তত জানি না;
অন্ধ নয়ন, তবু দেখিবার আকুল পিয়াসা কেবলি।

যাহারে বলি মোরা ভালোবাসা-
আপন পূজা, নিজ সুখের আশা।
প্রাণের শোণিতে পালন করি হায়,
ছদিনে আশাগুলি কোথা যে উড়ে যায়;
নীরব সাগরে, নীরব শৈলশিরে
প্রাণপাখি কাঁদে- কোথায় গেলি?

(মিশ্র কানাড়া)