এ বনেতে বনমালী, কোথা তব বনফুল?
কার লাগি ধায় এত দলে দলে অলিকুল?
সুরভি পবন মোরে ঘুরাইছে মিছে ঘোরে,
শুধু কি ফুটাও কাঁটা, ফুটাও না কি মুকুল?
গহনে বিহগ হেন আমারে ভুলায় কেন?
এত গন্ধ এত গান সকলি কি মহাভুল?
বড়ো সাধ ছিল মনে ভরিব আঁচল বনে;
ভুলিব চরণে ব্যথা, নয়নে বেদন-ছল।
(ভৈরবী)