আবার তুই বাঁধবি বাসা কোন্‌ সাহসে

আবার তুই বাঁধবি বাসা কোন্ সাহসে?
আশা কি আছে বাকি হৃদয়-কোষে?

কতবার গড়্‌লি রে ঘর,
কতবার এল রে ঝড়,
কতবার ঘরের বাঁধন পড়ল খ’সে।

বাহিরের মুক্ত মাঠে
যেন তোর জীবন কাটে;
কেন তুই ক্ষুদ্র বাঢ়ে থাকবি ব’সে?

সবারে কর্ রে আপন,
হ রে তুই সবার আপন;
ভুলে যা দুখের দাহন
ডুব দিয়ে গান-সুধার রসে।

(ভৈরবী)