আদিরাগ ভৈরব নিদাঘ-উষাগমে
বিমল মনে গাহো জগবাসী।
গগন-ভালে চন্দন, গহনে পিক-বন্দন,
পুষ্পে নব সৌরভ, মধুপ পিয়াসী।
বিশ্ব হেনকালে ডাকে বিশ্বনাথে;
তাঁহার মহিমা গাহো প্রভাতে।
তাপিত চিত্ত হবে শান্ত তিরপিত;
মুক্ত হবে ভব-নিগড়, মুক্তি-অভিলাষী।
(ভৈরবী)
কবি হেলাল হাফিজের অকাল প্রয়াণে আমরা শোকাহত।
আদিরাগ ভৈরব নিদাঘ-উষাগমে
বিমল মনে গাহো জগবাসী।
গগন-ভালে চন্দন, গহনে পিক-বন্দন,
পুষ্পে নব সৌরভ, মধুপ পিয়াসী।
বিশ্ব হেনকালে ডাকে বিশ্বনাথে;
তাঁহার মহিমা গাহো প্রভাতে।
তাপিত চিত্ত হবে শান্ত তিরপিত;
মুক্ত হবে ভব-নিগড়, মুক্তি-অভিলাষী।
(ভৈরবী)