শীত
আইল শীত ঋতু হেমন্তের পরে,
শীতল ধরণী এবে চাহে দিবাকরে।
কুন্দ-শেফালিকা ফুলে
নীহারবিন্দু উছলে;
কুসুমকানন-মূলে
শ্রীরাগ বিহার করে।
রাগিণী নবরঙ্গিণী,
শ্রীরাগ-অনু-সঙ্গিনী,
নাচিছে লাসভঙ্গিনী,
গাহিছে মোহন স্বরে।
শীত
আইল শীত ঋতু হেমন্তের পরে,
শীতল ধরণী এবে চাহে দিবাকরে।
কুন্দ-শেফালিকা ফুলে
নীহারবিন্দু উছলে;
কুসুমকানন-মূলে
শ্রীরাগ বিহার করে।
রাগিণী নবরঙ্গিণী,
শ্রীরাগ-অনু-সঙ্গিনী,
নাচিছে লাসভঙ্গিনী,
গাহিছে মোহন স্বরে।