আজি এ নিশি, সখী, সহিতে নারি।
কেবলই পড়িছে মনে যমুনা-বারি।
এমনি সোনার তরী ভেসেছিল নভোপরি-
নাহিক শ্যামের তরী, নাহি বাঁশরী।
ছিল গো সেদিন, সখা, হেন যামিনী।
আছে ফুল নাহি মধু, আছে আশা নাহি বঁধূ,
আছে নিশা, নাহি শুধু অভিসারী।
মিলনমধুর নিশি আসিবে না আর;
আজি এ চাঁদিনী ধরা বিরহ-বেদন-ভরা,
আকাশের গ্রহ তারা শ্যাম-ভিখারী।
(বেহাগ)