আজি হরষ সরসি কি জোয়ারা

আজি হরষ সরসি কি জোয়ারা!
প্রাণমে ন মিলত কূল কিনারা।

গাও গাও সখী, গৌরবগীত,
লীলা-চপল রাগ ললিত ললিত,
কোকিল পঞ্চম করুণ কানাড়া,
গাও গাও মৃদু মধুর মল্লারা।

দোলত দিবাকর দিবসমোহন,
কোকিল কূজত কুহু কুহু কুহু,
চাঁদিয়া-রঞ্জিত রজত-রজনী,
দূরে চমকত পুলকিত তারা

(গুজরাটী। খাম্বাজ)