আমার আঙিনায় আজি পাখি গাহিল এ কি গান

আমার আঙিনায় আজি পাখি গাহিল এ কি গান?
শুনি নি এমন গাওয়া- হেন মরমভেদী বাণ।

যে করেছে অবহেলা আমার গানের মালা,
আজি কি পাখির গলায় তার গলার প্রতিদান?

যে দিয়েছে এত ব্যথা, মনে হয় এ তারি কথা;
বুঝি গো ভিজেছে আজি তার নিঠুর দু নয়ান।

বল্ রে অজানা পাখি, তুই তার দূত নাকি?
এত দিনে ভাঙিল কি তার গভীর অভিমান?

মোর প্রাণের গানটি শিখি বনে যা তুই বনের পাখি;
বুঝায়ে কহিস তাহারে, আমি তার লাগিয়া ধরি প্রাণ।

(মিশ্র আশাবরী)