আমার মনের মন্দিরে এসো গো নবীন বালিকা

আমার মনের মন্দিরে এসো গো নবীন বালিকা,
তব প্রথম প্রেম-প্রভাতে দেহো প্রথম প্রণয়-মালিকা।

এসো প্রথম প্রেমে লজ্জিতা,
এসো নবীন শরমে সজ্জিতা,
এসো নবীন হরষে সজ্জিতা,
এসো নবীন-চন্দ্ৰ-ভালিকা।

তব প্রথম প্রেমের আধো-আধো ভাষ,
প্রথম প্রেমের বাধো বাধো আশ,
ক্ষণিক সাহস, ক্ষণিক ত্রাস,
আমারে করো সমৰ্পণ।

তব প্রথম প্রেম-স্বপনে
তুমি আমারে দেখো গো গোপনে;
তুমি আমারে তুষিতে পরো গো যতনে,
অলকে যূথী শেফালিকা।

(কালাংড়া)