আমার পরান কোথা যায়, কোথা যায় উড়ে!
কে যেন ডাকিছে মোরে, দূর সাগর-পারে
বিরহবিধুর সুরে।
বাতাসে তাহারই কথা, তরঙ্গে তারই বারতা,
জোছনা পথ তার দেখায় দেখায় দূরে।
হে অধীর হে উদাসী, হে মম অন্তরবাসী,
কাহার শুনিলে বাঁশি, কোন্ প্রেমের পুরে?
যে দিগন্তে নীলাম্বরে চুম্বিছে সে নীলাম্বুরে,
সেথা মোর নীলকান্ত চায়, মোরে চায়,
ওগো, চায় কত মধুরে!
(হাম্বীর)