আমায় রাখতে যদি আপন ঘরে

আমায় রাখতে যদি আপন ঘরে,
বিশ্ব-ঘরে পেতাম না ঠাঁই।
দু জন যদি হত আপন,
হত না মোর আপন সবাই।

নিত্য আমি অনিত্যরে
আঁকড়ে ছিলাম রুদ্ধ ঘরে,
কেড়ে নিলে দয়া করে-
তাই হে চির, তোমারে চাই।

সবাই যেচে দিত যখন
গরব করে নিই নি তখন,
পরে আমায় কাঙাল পেয়ে
বলত সবাই, ‘নাই গো, নাই’।

তোমার চরণ পেয়ে হরি,
আজকে আমি হেসে মরি!
কি ছাই নিয়ে ছিলাম আমি,
হায় রে, কি ধন চাহি নাই!

(পিলু)