আমি বাঁধিনু তোমার তীরে তরণী আমার

আমি বাঁধিনু তোমার তীরে তরণী আমার।
একাকী বাহিতে তারে পারি নে যে আর।

প্রভাত হিল্লোলে ভুলে, দিয়েছিনু পাল তুলে,
ভাবি নি হবে সহসা এমন আঁধার।

ঝড়েতে বাঁধন টুটে দিশাহারা এমু ছুটে,
তাই তরী তব তটে লাগিল এবার।

এখনো যা-কিছু আছে, তুলে লহো তব কাছে,
রাখো এই ভাঙা নায়ে চরণ তোমার।

(মিশ্র খাম্বাজ)