আমি ব’সে আছি তব দ্বারে;
কত যে ডাকি বারে বারে।
দেখো, বিরহী বিহগ করুণ গাইল,
কুসুমে সাজি’ অরুণ আইল।-
দুয়ার খোলো, লহো আমারে।
এসেছি হেথা অনেক ঘুরে,
যাইতে হবে অনেক দূরে;
পথের অতিথি চাহে তোমারে।
এসেছি হেথা তোমার তরে,
চরণে বেদনা, কুসুম করে।-
এ বনমালা দিব কাহারে?
(টোড়ি)