আমি অলকে পরিতে পড়ে গেল মালা
তার পায়, ওগো, তার পায়!
আমি খেলিতে খেলিতে ভুলে গেনু খেলা;
একি দায়, ওগো, একি দায়!
আমি পুকুর ভাবিয়া দেছিনু সাঁতার;
বুঝি নাই, ওগো, বুঝি নাই-
শেষে দেখি এ যে অকূল পাথার
যত যাই, ওগো, যত যাই!
আমি যত করি দান ততবার বলে,
আরো চাই, ওগো, আরো চাই,
শেষে আমার কুটিরে আমার লাগিয়া
নাহি ঠাঁই, ওগো, নাহি ঠাঁই।
(বেহাগ)