আপন কাজে অচল হলে
চলবে না রে চলবে না।
অলস স্তুতি-গানে তাঁর আসন
টলবে না রে টলবে না।
হল্ যদি তোর না হয় সচল,
বিফল হবে জলদ-জল;
ঊষর ভূমে সোনার ফসল
ফলবে না রে ফলবে না।
সবাই আগে যায় রে চলে;
বসে আছিস তুই কি বলে?
নোঙর বেঁধে স্রোতের জলে
তরী তোর চলবে না রে চলবে না।
তীরের বাঁধন দে রে খুলি,
চলে যা তুই পালটি তুলি;
দিক যদি তুই না যাস ভুলি
তরী তোর তলবে না রে তলবে না।
বিধি তোরে ছলবে না রে ছলবে না।
(বেহাগ)