বাদল ঝুম্ ঝুম্ বোলে
না জানি কি বলে।
বুঝিতে পারি না কথা,
তবু নয়ন উছলে।
কাহার নূপুরধ্বনি
শুনাইছে আগমনী?
বিরহী পরান তারে যাচে;
আশা-ময়ূরগুলি পুছ মেলি’ নাচে;
রাখিব পরানখানি তার চরণতলে।
(পিলু-খাম্বাজ)
বাদল ঝুম্ ঝুম্ বোলে
না জানি কি বলে।
বুঝিতে পারি না কথা,
তবু নয়ন উছলে।
কাহার নূপুরধ্বনি
শুনাইছে আগমনী?
বিরহী পরান তারে যাচে;
আশা-ময়ূরগুলি পুছ মেলি’ নাচে;
রাখিব পরানখানি তার চরণতলে।
(পিলু-খাম্বাজ)