বাজে বাজে গো বাঁশরি নিকুঞ্জকাননে

বাজে বাজে গো বাঁশরি নিকুঞ্জকাননে।
অন্তর সম্বরি রাখি কেমনে?

নাচে সে মুরলী শুনি সুরধুনী,
আকুল পিককুল গাহে সুতানে।

বহে মন্দাকিনী প্রাণে বেণুতানে,
কেন যে টানে গানে, জানে সে জানে।

(খাম্বাজ)