বিঘ্নহরণ সুখবিধায়ক নায়ক একছত্র বিশ্বেশ্বর

বিঘ্নহরণ সুখবিধায়ক নায়ক একছত্র বিশ্বেশ্বর,
ধরণীধর জগপতি গুরু মহেশ।
ঋদ্ধি-সিদ্ধি বিধাতা, গুণীন্দ্র মহান,
বিপদকলুষহর কৃপানিধি বিধি,
অসীম চির-অবিনাশ,
দুখীজন-পিতা পাতা বন্ধু দীনেশ।

(কর্ণাটী)