ব’লে দে, ওরে নিঠুর মনের মালী

ব’লে দে, ওরে নিঠুর মনের মালী,
কেন তুই কাঁটা-বনে ফুল ফোটালি?

এ ফুলে হয় না মালা,
শুধু তায় ভরে ডালা;
মিছে তুই কাঁটার ঘায়ে হাত রাঙালি।
মিছে তুই বঁধুর আশে দিন খোয়ালি।

ভবের এ ফুলের মেলায়
গেল দিন অবহেলায়;
মিছে তুই প্রেমের পাতে ফুল কুড়ালি।

লয়ে তোর ভরা সাজি
ফিরে যা ঘরে আজি,
কেন তুই এমন ভুলে মন ভুলালি?
ডালি আজ কাহার পায়ে করবি খালি?

(কালাংড়া)