বলো সখী, মোরে বলো বলো

বলো সখী, মোরে বলো বলো,
কেন গো নয়ন ছলছল?

এমন প্রাতে ধরি দু হাতে
চেয়েছে কি কেহ ঢলঢল?

কাহারো বাঁশি, মোহনভাষী,
ডেকেছে কি- ‘বধু, চলো চলো’?

তোমার মালা পরিয়ে গলে
চলে গেছে কি হাসিয়ে খলখল?

ভাঙিব বাঁশি, সরব-নাশী,
চলো ফিরে, ঘরে চলো চলো।

(ভৈরবী)