বন দেখে মোর মনের পাখি

বন দেখে মোর মনের পাখি
ডাকল গো আজ ডাকল গো।
অনেক দিনের ঘুম ভেঙে সে
জাগল গো আজ জাগল গো।

হাত বাড়ায়ে অযুত শাখায়
ডাকে বন, ‘আয় আয় আয়’,
ভাঙি মোর সোনার খাঁচা
ভাগল গো সে ভাগল গো।

যেন আজ বিদেশ ছেড়ে
ঘরেতে এল ফিরে;
আপন দেশের শীতল হাওয়া
লাগল গো গায় লাগল গো।

সবুজের সহজ টানে
মানা আর নাহি মানে;
অমৃতের ফল বুঝি আজ
পাকল গো আজ পাকল গো।

(পিলু)