ছিলে এ মরতে ওগো দয়াময়ী

ছিলে এ মরতে ওগো দয়াময়ী,
দুঃখিনীর মাতা হয়ে;
বাঁধ’ নাই ঘর দু-জনার তরে,
আছিলে সবারে লয়ে।

কত অনাথিনী কত অভাগিনী
তোমার প্রেমের দানের ভাগিনী,
কত আঁখিনীর মুছায়েছ তুমি
স্নেহের অঞ্চল দিয়ে।

ওগো মহাপ্রাণ, তোমার প্রয়াণ
স্বর্গ করেছে আজি গরীয়ান,
তব পুণ্যস্মৃতি রবে এই লোকে
অমর অক্ষয় হয়ে।

(পুরবী)

(স্বর্গীয়া হরিমতি দত্ত মহাশয়ার শোকসভা উপলক্ষে রচিত।)