দিলদরিয়ায় বান ডেকেছে

দিলদরিয়ায় বান ডেকেছে,
সামাল রে তোর গানের তরী।
ছুটবে সে আজ অজানা দেশে,
টুটবে রে সব বাঁধন-দড়ি।

হালটি ধরে থাকিস হাতে,
সাথীরে তুই রাখিস সাথে।
ফেলে দে সকল পুঁজি,
নইলে ভেলা হবে ভারী।

কোথায় যাবি এই উজানে,
কেউ না জানে, নাই-বা জানে;
যে তোরে টানল বানে
সেই যে রে তোর প্রেমের হরি।

ভয়ে যবে ভাঙবে পরান,
কণ্ঠে যেন থাকে রে গান;
ঝড়ের হাওয়া লাগলে পালে
আরও বেগে যাবি তরি’।