দোলে যামিনী-কোলে

দোলে যামিনী-কোলে,
দোলে রে সোনার শিশু মোহন দোলে।
ফুটেছে কনকহাসি শিশুর মুখ-কমলে।

মেঘের আঁচল টানি
বারে বারে মুখখানি
সোহাগে ঢাকিছে যত, ততই হাসি উথলে।

বালিকা তারকাগুলি
আসিয়াছে কুতূহলী-
দেখিতে নিশির কোলে নিশির দুলালে।

এসেছে ধরণী-সখী,
রজনীর সুখে সুখী,
বুকখানি আলো করি আদরে লইছে কোলে।

(বেহাগ)