এড়াতে পারলে না আজ প্রভাতে;
আমার ফুলের ফাঁদে পড়লে ধরা গন্ধে আর ওই শোভাতে।
ভেবেছিলে গোপন রেণু ঢাকবে তোমার মোহন বেণু;
লুকাতে পারলে না গো সুন্দরের এই সভাতে।
দুঃখশোকের ভগ্ন ভিতে এসেছিলে অলক্ষিতে,
স্বার্থ-সুখের দুয়ার দিয়ে পথ পেলে গো পালাতে।
আমার বঁধুর আনাগোনা, কোন্ পথে তা কেউ জানে না।
শুধু নূপুর যায় গো শোনা পথিকের মন লোভাতে।
(আশাবরী)