এসো গো ধনী, হৃদয় কুঞ্জে,-
ডাকে বনবিহারী।
প্রেমনিকুঞ্জে মুরলী গুঞ্জে
রাধিকা মন-হারী।
যমুনা-জল চল উচ্ছল,
গগনে ইন্দু পূর্ণ উজল,
আমার চিত্তে মধুর নৃত্যে
বাজে নূপুর তারই।
ফুল-মন্দিরে চলো সুন্দরী,
সকল শঙ্কা লাজ সম্বরি,
তোমার লাগি সরব-ত্যাগী-
চঞ্চল চিত-চারী।
(ঝিঁঝিট)