এসো গো একা ঘরে একার সাথী।
সজল নয়নে বল র’ব কত রাতি?
সুনীল আকাশে চন্দ্ৰ বিকাশে, তামস নাশে;
এ আঁধারে হাসিবে কবে তব মুখ-ভাতি?
তোমারে গোপন ব্যথা জানাব গোপনে,
তোমারে কুসুমমালা পরাব যতনে।
তব সঙ্গ মাগি আছি আমি জাগি, সরব-তেয়াগী;
তব চরণ লাগি আছি কান পাতি।
(জয়জয়ন্তী)