এসো হে এসো হে ভারতভূষণ, মোদের প্রবাসভবনে

এসো হে এসো হে ভারতভূষণ, মোদের প্রবাসভবনে।
আমরা বাঙালি মিলিয়াছি আজ পুজিতে বঙ্গরতনে।

লহো আমাদের হরষ-ভার;
পরো আমাদের প্রীতির হার;
হৃদয়ের থালা ভরিয়া এনেছি
ভক্তিপুষ্পচন্দনে।

তোমার গৌরব, তোমার মান,
তোমার সুকৃতি, তোমার জ্ঞান,
তোমার বিনয়, প্রেম মহান্‌-
ঘোষিছে ভারত-বন্দনে।

ঈশপদে করি মিনতি আজ,
করো করো তুমি দেশের কাজ;
দেশের দৈন্য দেশের লাজ
ঘুচাও দীর্ঘ জীবনে।

(বেহাগ)