এসো হে, এসো হে প্রাণে, প্রাণসখা।
আঁখি তৃষিত অতি, আঁখিরঞ্জন,
আঁখি ভরিয়া মোরে দেহো দেখা।
খুলিয়া প্রাণের আধো লাজবসন
জীবনমন্দিরে পেতেছি আসন;
বোসো হে বিরহক্লেশনাশন,
কণ্ঠে লহো মম মালিকা।
উন্মাদ এ তরঙ্গ,
উথলিছে ভীষণ ভঙ্গ।
ঘোর তিমির ঘেরি দশ দিক্;
এসো হে নবীন নাবিক।
জীবন-তরী-মাঝে নাহিকো কাণ্ডারী;
প্রেমপারাবারে আমি একা।
(কানাড়া)