এসো প্রবাসমন্দিরে,
এসো গো বঙ্গভারতী।
দীন প্রবাসী বঙ্গজনের
লহো গো দীন আরতি।
যতনে তুলিয়া প্রবাসফুল
পূজিব তোমার চরণমূল;
আসিবে নূতন ভকতকুল,
করিবে চরণে প্রণতি।
তোমার বীণার মোহন তান
মোহিবে নিখিল-ভারত-প্রাণ,
গৌড়জনের গৌরব মান
লভিবে নবীন শকতি।
সুজলা সুফলা ওগো শ্যামা,
ওগো বাঙালি হৃদি-রমা,
ভোলে নি তোমায় ভোলে নি মা,
তোমার প্রবাসী সন্ততি।
(কাফি)