এত হাসি আছে জগতে তোমার, বঞ্চিলে শুধু মোরে

এত হাসি আছে জগতে তোমার, বঞ্চিলে শুধু মোরে।
বলিহারি বিধি, বলিহারি যাই তোরে!

হাসিব হাসাব এই মনে লয়ে রচিলাম কত গান;
সেই গানে আমি কাঁদিলাম কত, কাঁদালেম কত প্ৰাণ।
যে ভোরে সবার হয় মালা গাঁথা, দিলি ফাঁসি সেই ডোরে
বলিহারি বিধি, বলিহারি যাই তোরে!

আমিও তো কত সুখের আশায় আশার ভেলায় ভেসেছি;
আমিও তো কত সেই বাঁশি শুনি যমুনার কূলে এসেছি।
কোথা শ্যামরায়, যার লাগি হায় রহিতে নারিনু ঘরে?-
বলিহারি বিধি, বলিহারি যাই তোরে!

বুঝেছি তোমার মধুর মুরলী বাজিবে না মোর তরে।
এসো ঘনশ্যাম, তোমার রুদ্র দণ্ড লইয়া করে।
লয়ে যাও মোরে হে চিরবিরাম, তোমার রথের ‘পরে।-
বলিহারি বিধি, বলিহারি যাই তোরে!

(বেহাগ)