ফিরায়ে দিয়েছ যারে, সেই তব বিনোদন।
বিরহে খুঁজিছ যারে- সে স্বপন, সে স্বপন।
যাহার সৌরভে মাতি ফিরিতেছ বনে বনে;
যার লাগি শত কাঁটা বিঁধেছে তব চরণে;
নব প্রেম-বিকশিত সে ফুল তোমারই মন।
যার লাগি প্রাণপণে সাজায়েছ আপনায়;
যার লাগি মালা গাঁথা চিনিলে না তারে হায়!-
ভিখারির লাগি তুমি রচিয়াছ সিংহাসন।
(মিশ্র দেশ)