গায় পঞ্চম রাগ মুক্ত গগনে, মুগ্ধ ভুবন

শরৎ
গায় পঞ্চম রাগ মুক্ত গগন, মুগ্ধ ভুবন,
সবে শারদ সংগীত গাহে।
প্রভাত নিরমল, পুষ্পিত পরিমল,
নিশীথিনী উজল নয়নে চাহে।

(পঞ্চম)