হরি হে, তুমি আমার সকল হবে কবে

হরি হে, তুমি আমার সকল হবে কবে?
আমার মনের মাঝে ভবের কাজে মালিক হয়ে রবে- কবে?

আমার সকল সুখে সকল দুখে
তোমার চরণ ধরব বুকে,
কণ্ঠ আমার সকল কথায়
তোমার কথাই ক’বে।

কিনব যাহা ভবের হাটে
আনব তোমার চরণ-বাটে;
তোমার কাছে হে মহাজন,
সবই বাঁধা র’বে- কবে?

স্বার্থ-প্রাচীর ক’রে খাড়া
গড়ব যবে আপন কারা
বজ্র হয়ে তুমি তারে
ভাঙবে ভীষণ রবে।

পায়ে যখন ঠেলবে সবাই,
তোমার পায়ে পাইব ঠাঁই;
জগতের সকল আপন হতে
আপন হবে কবে?

শেষে ফিরব যখন সন্ধ্যাবেলা
সাঙ্গ করে ভবের খেলা,
জননী হয়ে আমায়
কোল বাড়ায়ে লবে।

(মিশ্র সাহানা)