জাগো বসন্ত, জাগো এবে

জাগো বসন্ত, জাগো এবে
মোদের প্রমোদকাননে।

তুমি জাগিলে জাগিবে ফুল,
বহিবে মলয় মৃদু-মৃদুল,
গাহিবে বিপিনে বিহাকুল
মোহনমধুর ভাষণে।

পরাও সবারে মোহন বাস,
জাগাও হৃদয়ে নবীন আশ,
হাসুক ধরণী মধুর হাস
তব শুভ আগমনে।

(মিশ্র খাম্বাজ)