জাগো জাগো, জাগো এবে।
হেরো পূরব-প্রান্তে ভাই-রেখা হে ভারতবাসী।
মঙ্গল-সংগীত শোনো বিহগ-কণ্ঠে।
পুষ্পে নব সৌরভ, গগনে নব হাসি।
দূর অতীত শোনো ডাকে- বৎস জাগো-
মোদের সম্মান গৌরব রাখো।
ভবিষ্যতে শোনো ডাকে কর্মভেরী,
সুপ্তি পরিহরো, মুক্তি-অভিলাষী।
দক্ষিণে বামে দেখো জাগে কত জাতি-
নবীন উৎসাহে, নয়নে নব ভাতি।
জাগো, জাগাও সবে নব দেশপ্রেমে;
শঙ্কা কোরো না হেরি’ বিপদভুঃখরাশি।
(ভৈঁরো)