যখন তুমি গাওয়াও গান তখন আমি গাই

যখন তুমি গাওয়াও গান তখন আমি গাই।
গানটি যখন হয় সমাপন তোমার পানে চাই।

আরও কি মোর গাইতে হবে? নয়ন-জলে নাইতে হবে?
আরও কি মোর চাইতে হবে- দিলে না যা তাই?

যে সুর তুমি গেয়েছিলে, যে কথাটি কয়েছিলে,
বারে বারে আমি তারে যাই যে ভুলে যাই।

এবার তুমি বিজন রাতে গানটি-ধরো আমার সাথে,
তোমার ওই তানপুরাতে সুরটি মোর মিলাই।

(সিন্ধু কাফি)