জল বলে, চল মোর সাথে চল্,
কখনো তোর আঁখিজল হবে না বিফল।
চেয়ে দেখ্, মোর নীল জলে, শত চাঁদ করে টলমল্।
বধূরে আন্ ত্বরা করি,
কূলে এসে মধু হেসে ভরবে গাগরি;
ভরবে প্রেমে হৃৎকলসী, করবে ছলছল্।
মোরা বাহিরে চঞ্চল, মোরা অন্তরে অতল,
সে অতলে সদা জ্বলে রতন উজল।
এই বুকে ফোটে সুখে হাসিমুখে শতদল;
নহে তীরে, এই নীরে হ’বি রে শীতল।
(কাজরী)