জয়তু জয়তু জয়তু কবি

জয়তু জয়তু জয়তু কবি,
জয়তু পুরব-উজল রবি।

জয় জগতবিজয়ী কবি,
জয় ভারতগৌরবরবি,
বঙ্গমাতার দুলাল ‘রবি’-
জয় হে কবি।

হে কবি,
তোমার মোহন-তান
নিখিলজনের মোহিছে প্ৰাণ,
নানা ভাষা লভি’ তোমার দান
আজি গরবী-
হে বিশ্বকবি।

কভু বাজাও ভেরী গভীর সুর,
কভু বাজাও বীণা মৃদুমধুর,
কভু বাজাও বেণু প্রেমবিধুর-
বিচিত্র কবি।

স্বদেশের শঙ্খ যবে বাজাও
সুপ্ত দেশবাসী-জনে জাগাও,
নবীন উৎসাহে সবে মাতাও
হে বীর কবি,
দেশপ্রেমী কবি।

বিশ্বের উদার সমতলে
ভারতীর দেউল তুলিলে,
দেশকালের ভেদ ভুলিলে-
কি নব ছবি;-
হে কৰ্মী কবি।

বিশ্বেশ্বরের চরণতলে
তব গীতগঙ্গা সুধা ঢালে,
দুঃখী, তাপিত জনে শীতলে,
হে দেবকবি।

(নটমল্লার)