কাঙাল বলিয়া করিয়ো না হেলা,
আমি পথের ভিখারি নহি গো।
শুধু তোমারি দুয়ারে অন্ধের মতো
অন্তর পাতি রহি গো।
শুধু তব ধন করি আশ
আমি পরিয়াছি দীন-বাস;
শুধু তোমারি লাগিয়া গাহিয়া গান
মর্মের কথা কহি গো।
মম সঞ্চিত পাপ পুণ্য,
দেখো, সকলি করেছি শূন্য;
তুমি নিজ হাতে ভরি দিবে তাই
রিক্ত হৃদয় বহি গো।
(মিশ্র খাম্বাজ)