কার লাগি সজল আঁখি, ওগো সুহাসিনী?
হৃদয়ে তব কি ব্যথা নব, ওগো হৃদয়-বিলাসিনী?
প্রভাত-ফুলে তারই হাসি দেখিয়া কি মন উদাসী?
দেখাল কি তার আঁখি নিঠুর নিশীথিনী?
অঙ্গনে বিহঙ্গগীতি তারই কি আহ্বানস্মৃতি?
কারে যাচি’ মৌন আজি, ওগো সুভাষিণী?
(বাগেশ্রী)
কার লাগি সজল আঁখি, ওগো সুহাসিনী?
হৃদয়ে তব কি ব্যথা নব, ওগো হৃদয়-বিলাসিনী?
প্রভাত-ফুলে তারই হাসি দেখিয়া কি মন উদাসী?
দেখাল কি তার আঁখি নিঠুর নিশীথিনী?
অঙ্গনে বিহঙ্গগীতি তারই কি আহ্বানস্মৃতি?
কারে যাচি’ মৌন আজি, ওগো সুভাষিণী?
(বাগেশ্রী)