কে গো গাহিলে পথে ‘এসো পথে’ বলিয়া

কে গো গাহিলে পথে ‘এসো পথে’ বলিয়া?
দুয়ার খুলি যবে কেন গেলে চলিয়া?

বিজন বরষা-রাত,
এ কি ছলনা নাথ,
আঁধারে মিলালে তুমি বারেক উজলিয়া!

ঝড়ের বাতাসে আর
রুধিতে পারি না দ্বার;
পথে ঝড়, ঘরে ডর, হাতে প্রেমফুলহার।

শ্রবণে মিলাল গান,
হৃদয়ে রহিল তান,
তোমার লাগিয়া আঁখি উঠিছে উথলিয়া।

(লগ্নী)