কে গো তুমি আসিলে অতিথি মম কুটিরে?
কবে যেন দেখেছি তোমারে আমি
কুঞ্জ-কুসুম হাতে ফিরিতে যমুনা-তীরে।
ও দুটি নয়ন-মণি চিনি যে গো আমি চিনি,
কাজল মধুপ-ছায়া দেখেছি ফুল-শিশিরে।
জানি ও উজল হাসি, বিষাদ- তামস-নাশী,
দেখেছি বঙ্কিম ধনু নীল-নীরদ-নীরে।
হৃদয়-মাধুরী তব, কি অতুল, অভিনব!
দেখি নি হেন বিভব, হৃদয় আসে না ফিরে।
আমার কুসুম-বীথি সফল করো অতিথি;
লহো পূজা নিতি নিতি ভগন মনো-মন্দিরে।
(খাম্বাজ)