কে হে তুমি সুন্দর

কে হে তুমি সুন্দর,
অতি সুন্দর, অতি সুন্দর!

কভু নবীন ভানু ভালে,
কভু ভূষিত নীরদমালে,
কভু বিহগকূজিতকুহক কণ্ঠে
গাহিছ অতি সুন্দর!

কভু নির্মল নীল প্রাতে
কনককিরীট-মাথে
অভ্রভেদী অচলাসনে
রাজিছ অতি সুন্দর!

কভু পুষ্পিত নভ-কুঞ্জে
তব নৈশ বংশী গুঞ্জে;
কভু পীত-জ্যোৎস্না-বসন শ্যাম-
মুরতি অতি সুন্দর!

(ভৈঁরো)