কে যেন আমারে বারে বারে চায়

কে যেন আমারে বারে বারে চায়।
আমি তো চিনি নি তারে, সে চেনে আমায়।

যবে থাকি ঘুমঘোরে
কে দোরে আঘাত করে;
‘কে তুমি’ বলে ডাকিলে
কে যেন পালায়।

কুসুমের গন্ধে রূপে
সে আসে গো চুপে চুপে;
মেঘের আড়াল হতে
ডাকে, ‘আয় আয় আয়’।

কত প্রেমে কত গানে
সে যেন আমারে টানে;
চলেছি বিরহী তাই
কে জানে কোথায়।

হে মোর অচেনা বঁধু,
লুকায়ে থেকো না শুধু;
এসো, করি পরিচয়
মালায় মালায়।

(ঝিঁঝিট খাম্বাজ)