কে তুমি বসি নদীকূলে একেলা

কে তুমি বসি নদীকূলে একেলা?
কার লাগি এত উতলা?
কে তরী বাহি আসিবে গাহি?
খেলিবে তার সনে কি খেলা?

সারা বেলা গাঁথ’ মালা-
ঘরের কাজে এ কি হেলা?
ছলনা করি আন’ গাগরি
কার লাগি বলো অবেলা?

(মিশ্র কালাংড়া)