কে তুমি ঘুম ভাঙায়ে, কেন মোরে

কে তুমি ঘুম ভাঙায়ে, কেন মোরে,
ডাকিলে গো এ আঁধারে?
স্বপ্নে যারে চেয়েছিনু
সে বুঝি চাহে আমারে।

কেন তবে দাও না ধরা?
কেন খোঁজাও সারা ধরা?
কেন বাজাও মনোহরা
ও মুরলী বারে বারে?

মরু-আঁধার ছিল ভালো,
কুঞ্জ-আঁধার আরো কালো।
কে তুমি গো রাত-ভুলানো,
সন্ধ্যাবেলায় প্রভাত-আলো?
ঘুম-ভাঙানো রাত-জাগানো
কে জানে সে অজানারে!

(বাউল)