খাঁচার গান গাইব না আর খাঁচায় ব’সে।
কণ্ঠ আমার র’বে না আর পরের বশে।
সোনার শিকল দে রে খুলি,
দুয়ারখানি দে রে তুলি।
বুকের জ্বালা যাব ভুলি
মেঘ-পরশে- শীতল মেঘের পরশে।
থাকবে নীচে ধরার ধূলি;
ভুলব পরের বচনগুলি।
বলব আবার আপন বুলি
মন-হরষে- আপন মনের হরষে।
(ভৈরবী)