করুণ সুরে ও কি গান গাও

করুণ সুরে ও কি গান গাও?
বিষাদিনী ওগো, তুমি মিছে তারে চাও

তুমি যারে চাও মনে
সে তো নাহি এ ভুবনে;
প্রেমের ভূষণে তারে মিছে সাজাও।
আশার ছলনে তুমি কেন দুঃখ পাও,
বিষাদিনী, কেন দুঃখ পাও?

এসেছ যাহার কাছে
সে তো ভিখারি নিজে;
ওগো ভিখারিনী, তুমি ঘরে ফিরে যাও।
আপন বসনে তব নয়ন মুছাও;
ভিখারিনী, নয়ন মুছাও।

(কাফি)